ফিউচার কিড্স স্কুল এন্ড কলেজ, মাগুরা
অর্ধ বার্ষিক পরিক্ষা-২০১৫
বিষয়ঃ বাংলা শ্রেনী: ৫ম
সময়ঃ ২ ঘন্টা পূর্নমান: ১০০
প্রদত্ত অনুচ্ছেদটি পড়ে ১, ২,৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাওঃ
মামা বললেন – হাঁড়ি, কলসি ছাড়াও আমাদের দেশে এক সময় গড়ে উঠেছিল সুন্দর পোড়ামাটির ফলকের কাজ। এর অন্য নাম টেরাকোঠা। বাংলার অনেক পুরনো শিল্প এই টেরাকোঠা। নকশা করা মাটির ফলক ইটের মত পুড়িয়ে তৈরী করা হতো এই টেরাকোঠা। শালবন বিহার,মহাস্থানগড়,পাহাড়পুর বৌদ্ধ স্তূপ ও দিনাজপুরের কান্তজির মন্দিরে এই টেরা কোঠার কাজ রয়েছে। তাছাড়া বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদে পাওয়া গেছে পোড়ামাটির অপূর্ব কাজ। মাটির ফলকে ছবি আঁকে শুকিয়ে পুড়ানোর পর এগুলো আমন সুন্দর হয়ে ওঠে । ছোট ছোট ফলক পাশাপাশি জোড়া দিয়ে বড় করা যায়। পোড়া মাটির এই ফলক বাংলার প্রাচীন মৃৎ শিল্প। মামা বলেন টেরাকোঠা বা পোড়া মাটির এই সব কাজ এদেশে শুরু হয়েছে হাজার বছর আগে। আগুলো আমাদের ঐটিহ্য,আমাদের গর্ব। এদেশের মানুষের মন যে শিল্পের মন, এগুলো তার পরিচয় বহন করে। তোমরা হয়ত জানো কিছুকাল আগে নরসিংদীর উয়ারি বটেরশ্বরে পাওয়া গেছে নানা ধরনের সুন্দর মাটির পাত্র আর ফলক।
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখ।
কত বছর আগে এদেশে পোড়া মাটির কাজ শুরু হয় ?
ক)বহু বছর আগে খ) একশ বছর আগে
গ) পাঁচশ বছর আগে ঘ) হাজার বছর আগে
পোড়ামাটির ফলকে তৈরি নকশাকে বলে---
ক) পুতুল খ) হাঁড়ি
গ) টেরাকোঠা ঘ) তৈজসপএ
“টেরাকোঠা” কী শব্দ ?
ক)বাংলা খ) ল্যাটিন
গ) গ্রিক ঘ) হিব্রু
উয়ারি বটেরশ্বর কোন জেলায় আবস্থিত ?
ক) নরসিংদী খ) ময়মনসিংহ
গ) পাহাড় পুর ঘ) শালবন বিহার
সুন্দরের উপলব্ধিকে একথায় কী বলা যায় ?
ক) সুন্দর জ্ঞান খ) সুন্দর বোধ
গ) সৌন্দরর্যবোধ ঘ) সৌন্দরর্য শিল্প
২। প্রদত্ত শব্দ গুলোর অর্থ লেখঃ ৫×১=৫
টেরাকোঠা, স্তূপ, অপূর্ব, প্রাচীন, মন্দির
৩। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।
ক) মাটির শিল্প কী ?
খ) টেরা কোঠা কাকে বলে ?
গ) কোথাই কোথাই টেরাকোঠার কাজ রয়েছে ?
৪। প্রদত্ত অনুচ্ছেদটির সারাংশ লেখ। ৫
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫, ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাওঃ
পানির অপর নাম জীবন। পানি ছাড়া জীব বাচতে পারে না, কিন্তু সেই পানিই নানা ভাবে দূষিত হচ্ছে। জীবনের উপর খারাপভাবে প্রভাব সৃষ্টি কারি যে কোন উপাদান দ্বারা পানি যদি ব্যবহারের অনুপযোগী হয় তবে তাকে পানি দূষণ বলে। বাংলাদেশে বিভিন্ন নদীর তীরে অজস্র কলকারখানা গড়ে উঠেছে। শিল্প উৎপাদনে নিয়োজিত বিভিন্ন ধরনের কলকারখানা নানা রকম রাসয়নিক বর্জ্য নিয়মিত ভাবে নদীতে ফেলা হচ্ছে। পানিতে ময়লা,বাসা বাড়ির আবর্জনা,কলকারখানার বজ্য,কৃষি কাজে ব্যবহৃত রাসয়নিক সার ইত্যাদি মিশলে পানি দূষিত হয়। শুধু পানি নয় গ্রামের পুকুর,খাল-বিলের পানিও নানা কারনে দূষিত হয়। দূষিত পানি পান করলে পেটের পীড়া, আমাশয়,টাইফয়েড,কলেরা,জন্ডিস ইত্যাদি রোগ হয়। লঞ্চ ও জাহাজ থেকে নির্গত তেলও পানি দূষণের আর একটি অন্যতম কারন। পানি দূষণ আধুনিক সভ্যতার এক অভিশাপ ।
৫। সঠিক উত্তরটি খাতায় লেখ------ ১×৫=৫
পানির অপর নাম জীবন কেন ?
ক) পানি ছাড়া কাপর ধোয়া যায়না। খ) পানি ছাড়া জীব বাঁচতে পারে না।
গ) পানি ছাড়া গোছল করা যায়না। ঘ) পানি ছাড়া রান্না করা যায়না।
পেটের পীড়া হয় কেন?
ক) কারখানায় কাজ করলে খ) শব্দ দূষণ হলে
গ) গাছ উজার করলে ঘ) দূষিত পানি পান করলে
সাধারণত কোথায় বিভিন্ন কলকারখানা গড়ে উঠেছে ?
ক) নদীর তীরে খ) দিঘির তীরে
গ) খালের তীর ঘ) সাগরের তীরে
পানির আপর নাম কী ?
ক) দূষণ খ) জীবন
গ) মাছ ঘ) তেল
কোনটি আধুনিক সভ্যতার এক অভিশাপ ?
ক) শব্দ দূষণ খ) বায়ু
গ) পানি দূষণ ঘ) মাটি দূষণ
৬। নিচে কয় একটি শব্দ য় পার্থক্য দেওয়া হল। নিচের বাক্য গুলো শূন্যস্থানের উপযুক্ত শব্দটি উত্তর পত্রে লেখ ।
শব্দ শব্দার্থ
ক) দূষিত কলুষিত
খ) অবনতি অনুন্নতি
গ) অজস্র অনেক
ঘ) নিক্ষিপ্ত ছুড়ে ফেলে হয়েছে এমন
ঙ) পরিত্রাণ মুক্তি
চ) আশঙ্কা সন্দেহ
ক) বর্ষা কালে পদ্মা নদীতে _______________ ইলিস ধরা পড়ে।
খ) পানি দূষণের অভিশাপ থেকে আমাদের _____________ পেতে হবে।
গ) আজ ঝড় হওয়ার ________________ আছে ।
ঘ) কলকারখানার কালো ধোয়া বায়ু ____________ করে।
ঙ) নদী গর্ভে _____________ বর্জ্য পানি দূষিত করে।
৭। নিচের প্রশ্ন গুলোর উত্তর লিখ। ৫×৩=১৫
ক) পানি দূষিত হচ্ছে কেন ? ৫টি বাক্য লেখ।
খ) দূষিত পানি মানুষের কী ক্ষতি করে ? ৫টি বাক্য লেখ।
গ) “পানির অপর নাম জীবন”--- বলতে কী বোঝ ?
৮। নিচের যুক্ত বর্ণ কোন কোন বর্ণ দিয়ে তৈরি তা লেখ এবং প্রদত্ত যুক্ত বর্ণ দিয়ে একটি করে বাক্য লেখ।
শ্ব, ষ্ট, ম্প, ক্ত, ক্ষ
৯। বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখ। ৫
আমাদের সৌভাগ্য যে আমরা বাংলাদেশে জন্মেছি আমরা বাংলাদেশের বাঙালি তারমানে বাঙালি আরও কোথাও আছে নাকি নিশ্চয়ই আছে।
১০। এক কথায় প্রকাশ কর। ১×৫=৫
যা নিষেধ করা হয়েছে, এক যুগের পর আর এক যুগ,
যুদ্ধের মাঠ, মাটির তৈরি শিল্প ,
খেতে ভালো লাগে এমন
১১। প্রদত্ত শব্দ গুলোর বিপরীত শব্দ লিখ। ১×৫=৫
নগর, শুকনো, জন্ম, সরল, অহংকার
১২। কবিতার চরণ গুলো সাজিয়ে লেখ। ৬
যে-বই জ্বলে ভিন্ন আলো
সে বই তুমি পড়বে ।
যে বই জুড়ে সূর্য ওঠে
বইয়ের পাতা স্বপ্ন বলে।
পাতায় পাতায় গোলাপ ফোটে
বইয়ের পাতায় প্রদীপ জ্বলে
ক) কবিতার অংশ টুকু কোন কবিতার অংশ তা লিখ । --- ১
খ) কবিতাটির কবির নাম কী ? ---১
গ) কোন ধরনের বই পড়া উচিৎ নয় ? কেন ? ---২
১৩। মনে কর তুমি রাব্বি / রুনা। আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া য় সংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য নিচের ফর্ম টি পূরণ কর।
প্রতিযোগিতার ফর্ম
১) শিক্ষার্থীর নামঃ
২) বিদ্যালের নামঃ
৩) শ্রেণীঃ রোলঃ
৪) জন্ম তারিখঃ
৫) যে সব প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে ইচ্চুকঃ
ক)
খ)
গ)
শ্রেণী শিক্ষকের স্বাক্ষর শিক্ষার্থীর স্বাক্ষর
১৪। মনে কর তোমার নাম সোহানা / সোহান। শ্রেণী ৫ম রোল ১ রংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিনা বেতনে অধ্যায়নের জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদন পত্র লিখ।
১৫। নিচের সংকেত অবলম্বনে ২০০ শব্দের মধ্যে যে কোন একটি বিষয়ে রচনা লিখ।
ক) বর্ষা কালঃ [ সংকেতঃ ভূমিকা, সময়, প্রকিতির অবস্তা, উপকারিতা, অপকারিতা, উপসংহার।]
খ) সুন্দর বনের প্রানিঃ [সংকেতঃ ভূমিকা, সুন্দর বনের অবস্থান, জীবজন্তু ও প্রাণী জগতের প্রয়োজনীয়তা, সুন্দর বনের বিভিন্ন প্রাণী, বাঘ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ, উপসংহার। ]
গ) বীরশ্রেষ্ঠ মোঃ রুহুল আমিনঃ [সংকেতঃ ভূমিকা, জীবন বৃত্তান্ত, মুক্তিজুদ্ধের অবদান আত্নত্যাগ, উপসংহার।]
অর্ধ বার্ষিক পরিক্ষা-২০১৫
বিষয়ঃ বাংলা শ্রেনী: ৫ম
সময়ঃ ২ ঘন্টা পূর্নমান: ১০০
প্রদত্ত অনুচ্ছেদটি পড়ে ১, ২,৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাওঃ
মামা বললেন – হাঁড়ি, কলসি ছাড়াও আমাদের দেশে এক সময় গড়ে উঠেছিল সুন্দর পোড়ামাটির ফলকের কাজ। এর অন্য নাম টেরাকোঠা। বাংলার অনেক পুরনো শিল্প এই টেরাকোঠা। নকশা করা মাটির ফলক ইটের মত পুড়িয়ে তৈরী করা হতো এই টেরাকোঠা। শালবন বিহার,মহাস্থানগড়,পাহাড়পুর বৌদ্ধ স্তূপ ও দিনাজপুরের কান্তজির মন্দিরে এই টেরা কোঠার কাজ রয়েছে। তাছাড়া বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদে পাওয়া গেছে পোড়ামাটির অপূর্ব কাজ। মাটির ফলকে ছবি আঁকে শুকিয়ে পুড়ানোর পর এগুলো আমন সুন্দর হয়ে ওঠে । ছোট ছোট ফলক পাশাপাশি জোড়া দিয়ে বড় করা যায়। পোড়া মাটির এই ফলক বাংলার প্রাচীন মৃৎ শিল্প। মামা বলেন টেরাকোঠা বা পোড়া মাটির এই সব কাজ এদেশে শুরু হয়েছে হাজার বছর আগে। আগুলো আমাদের ঐটিহ্য,আমাদের গর্ব। এদেশের মানুষের মন যে শিল্পের মন, এগুলো তার পরিচয় বহন করে। তোমরা হয়ত জানো কিছুকাল আগে নরসিংদীর উয়ারি বটেরশ্বরে পাওয়া গেছে নানা ধরনের সুন্দর মাটির পাত্র আর ফলক।
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখ।
কত বছর আগে এদেশে পোড়া মাটির কাজ শুরু হয় ?
ক)বহু বছর আগে খ) একশ বছর আগে
গ) পাঁচশ বছর আগে ঘ) হাজার বছর আগে
পোড়ামাটির ফলকে তৈরি নকশাকে বলে---
ক) পুতুল খ) হাঁড়ি
গ) টেরাকোঠা ঘ) তৈজসপএ
“টেরাকোঠা” কী শব্দ ?
ক)বাংলা খ) ল্যাটিন
গ) গ্রিক ঘ) হিব্রু
উয়ারি বটেরশ্বর কোন জেলায় আবস্থিত ?
ক) নরসিংদী খ) ময়মনসিংহ
গ) পাহাড় পুর ঘ) শালবন বিহার
সুন্দরের উপলব্ধিকে একথায় কী বলা যায় ?
ক) সুন্দর জ্ঞান খ) সুন্দর বোধ
গ) সৌন্দরর্যবোধ ঘ) সৌন্দরর্য শিল্প
২। প্রদত্ত শব্দ গুলোর অর্থ লেখঃ ৫×১=৫
টেরাকোঠা, স্তূপ, অপূর্ব, প্রাচীন, মন্দির
৩। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।
ক) মাটির শিল্প কী ?
খ) টেরা কোঠা কাকে বলে ?
গ) কোথাই কোথাই টেরাকোঠার কাজ রয়েছে ?
৪। প্রদত্ত অনুচ্ছেদটির সারাংশ লেখ। ৫
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫, ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাওঃ
পানির অপর নাম জীবন। পানি ছাড়া জীব বাচতে পারে না, কিন্তু সেই পানিই নানা ভাবে দূষিত হচ্ছে। জীবনের উপর খারাপভাবে প্রভাব সৃষ্টি কারি যে কোন উপাদান দ্বারা পানি যদি ব্যবহারের অনুপযোগী হয় তবে তাকে পানি দূষণ বলে। বাংলাদেশে বিভিন্ন নদীর তীরে অজস্র কলকারখানা গড়ে উঠেছে। শিল্প উৎপাদনে নিয়োজিত বিভিন্ন ধরনের কলকারখানা নানা রকম রাসয়নিক বর্জ্য নিয়মিত ভাবে নদীতে ফেলা হচ্ছে। পানিতে ময়লা,বাসা বাড়ির আবর্জনা,কলকারখানার বজ্য,কৃষি কাজে ব্যবহৃত রাসয়নিক সার ইত্যাদি মিশলে পানি দূষিত হয়। শুধু পানি নয় গ্রামের পুকুর,খাল-বিলের পানিও নানা কারনে দূষিত হয়। দূষিত পানি পান করলে পেটের পীড়া, আমাশয়,টাইফয়েড,কলেরা,জন্ডিস ইত্যাদি রোগ হয়। লঞ্চ ও জাহাজ থেকে নির্গত তেলও পানি দূষণের আর একটি অন্যতম কারন। পানি দূষণ আধুনিক সভ্যতার এক অভিশাপ ।
৫। সঠিক উত্তরটি খাতায় লেখ------ ১×৫=৫
পানির অপর নাম জীবন কেন ?
ক) পানি ছাড়া কাপর ধোয়া যায়না। খ) পানি ছাড়া জীব বাঁচতে পারে না।
গ) পানি ছাড়া গোছল করা যায়না। ঘ) পানি ছাড়া রান্না করা যায়না।
পেটের পীড়া হয় কেন?
ক) কারখানায় কাজ করলে খ) শব্দ দূষণ হলে
গ) গাছ উজার করলে ঘ) দূষিত পানি পান করলে
সাধারণত কোথায় বিভিন্ন কলকারখানা গড়ে উঠেছে ?
ক) নদীর তীরে খ) দিঘির তীরে
গ) খালের তীর ঘ) সাগরের তীরে
পানির আপর নাম কী ?
ক) দূষণ খ) জীবন
গ) মাছ ঘ) তেল
কোনটি আধুনিক সভ্যতার এক অভিশাপ ?
ক) শব্দ দূষণ খ) বায়ু
গ) পানি দূষণ ঘ) মাটি দূষণ
৬। নিচে কয় একটি শব্দ য় পার্থক্য দেওয়া হল। নিচের বাক্য গুলো শূন্যস্থানের উপযুক্ত শব্দটি উত্তর পত্রে লেখ ।
শব্দ শব্দার্থ
ক) দূষিত কলুষিত
খ) অবনতি অনুন্নতি
গ) অজস্র অনেক
ঘ) নিক্ষিপ্ত ছুড়ে ফেলে হয়েছে এমন
ঙ) পরিত্রাণ মুক্তি
চ) আশঙ্কা সন্দেহ
ক) বর্ষা কালে পদ্মা নদীতে _______________ ইলিস ধরা পড়ে।
খ) পানি দূষণের অভিশাপ থেকে আমাদের _____________ পেতে হবে।
গ) আজ ঝড় হওয়ার ________________ আছে ।
ঘ) কলকারখানার কালো ধোয়া বায়ু ____________ করে।
ঙ) নদী গর্ভে _____________ বর্জ্য পানি দূষিত করে।
৭। নিচের প্রশ্ন গুলোর উত্তর লিখ। ৫×৩=১৫
ক) পানি দূষিত হচ্ছে কেন ? ৫টি বাক্য লেখ।
খ) দূষিত পানি মানুষের কী ক্ষতি করে ? ৫টি বাক্য লেখ।
গ) “পানির অপর নাম জীবন”--- বলতে কী বোঝ ?
৮। নিচের যুক্ত বর্ণ কোন কোন বর্ণ দিয়ে তৈরি তা লেখ এবং প্রদত্ত যুক্ত বর্ণ দিয়ে একটি করে বাক্য লেখ।
শ্ব, ষ্ট, ম্প, ক্ত, ক্ষ
৯। বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখ। ৫
আমাদের সৌভাগ্য যে আমরা বাংলাদেশে জন্মেছি আমরা বাংলাদেশের বাঙালি তারমানে বাঙালি আরও কোথাও আছে নাকি নিশ্চয়ই আছে।
১০। এক কথায় প্রকাশ কর। ১×৫=৫
যা নিষেধ করা হয়েছে, এক যুগের পর আর এক যুগ,
যুদ্ধের মাঠ, মাটির তৈরি শিল্প ,
খেতে ভালো লাগে এমন
১১। প্রদত্ত শব্দ গুলোর বিপরীত শব্দ লিখ। ১×৫=৫
নগর, শুকনো, জন্ম, সরল, অহংকার
১২। কবিতার চরণ গুলো সাজিয়ে লেখ। ৬
যে-বই জ্বলে ভিন্ন আলো
সে বই তুমি পড়বে ।
যে বই জুড়ে সূর্য ওঠে
বইয়ের পাতা স্বপ্ন বলে।
পাতায় পাতায় গোলাপ ফোটে
বইয়ের পাতায় প্রদীপ জ্বলে
ক) কবিতার অংশ টুকু কোন কবিতার অংশ তা লিখ । --- ১
খ) কবিতাটির কবির নাম কী ? ---১
গ) কোন ধরনের বই পড়া উচিৎ নয় ? কেন ? ---২
১৩। মনে কর তুমি রাব্বি / রুনা। আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া য় সংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য নিচের ফর্ম টি পূরণ কর।
প্রতিযোগিতার ফর্ম
১) শিক্ষার্থীর নামঃ
২) বিদ্যালের নামঃ
৩) শ্রেণীঃ রোলঃ
৪) জন্ম তারিখঃ
৫) যে সব প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে ইচ্চুকঃ
ক)
খ)
গ)
শ্রেণী শিক্ষকের স্বাক্ষর শিক্ষার্থীর স্বাক্ষর
১৪। মনে কর তোমার নাম সোহানা / সোহান। শ্রেণী ৫ম রোল ১ রংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিনা বেতনে অধ্যায়নের জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদন পত্র লিখ।
১৫। নিচের সংকেত অবলম্বনে ২০০ শব্দের মধ্যে যে কোন একটি বিষয়ে রচনা লিখ।
ক) বর্ষা কালঃ [ সংকেতঃ ভূমিকা, সময়, প্রকিতির অবস্তা, উপকারিতা, অপকারিতা, উপসংহার।]
খ) সুন্দর বনের প্রানিঃ [সংকেতঃ ভূমিকা, সুন্দর বনের অবস্থান, জীবজন্তু ও প্রাণী জগতের প্রয়োজনীয়তা, সুন্দর বনের বিভিন্ন প্রাণী, বাঘ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ, উপসংহার। ]
গ) বীরশ্রেষ্ঠ মোঃ রুহুল আমিনঃ [সংকেতঃ ভূমিকা, জীবন বৃত্তান্ত, মুক্তিজুদ্ধের অবদান আত্নত্যাগ, উপসংহার।]
